img

পেরুতে পাহাড় থেকে বাস খাদে পড়ে নিহত ২৪

প্রকাশিত :  ০৫:৩৮, ২৯ জানুয়ারী ২০২৩

পেরুতে পাহাড় থেকে বাস খাদে পড়ে নিহত ২৪

আন্তর্জাতিক ডেস্ক: পেরুর উত্তরাঞ্চলে একটি পাহাড়ি সড়ক থেকে যাত্রীবাহী বাস খাদে পড়ে যায়। এতে অন্তত ২৪ জন নিহত হয়েছেন। দেশটির পুলিশের বরাত দিয়ে এ তথ্য জানায় বার্তা সংস্থা রয়টার্স।

প্রতিবেদনে বলা হয়, দক্ষিণ আমেরিকার দেশটির পরিবহন নিয়ন্ত্রক সংস্থা সুট্রান জানিয়েছে, শনিবার (২৮ জানুয়ারি) এল আল্টো জেলায় দুর্ঘটনাটি ঘটে। সুত্রান দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করলেও হতাহতের সংখ্যা জানায়নি।

দক্ষিণ আমেরিকার দেশটির পরিবহন নিয়ন্ত্রক সংস্থা সুট্রান জানিয়েছে, শনিবার (২৮ জানুয়ারি) এল আল্টো জেলায় দুর্ঘটনাটি ঘটে।দক্ষিণ আমেরিকার দেশটির পরিবহন নিয়ন্ত্রক সংস্থা সুট্রান জানিয়েছে, শনিবার (২৮ জানুয়ারি) এল আল্টো জেলায় দুর্ঘটনাটি ঘটে।

পেরুর পুলিশ জানিয়েছে, কোরিয়ানকা ট্যুরস আগুইলা ডোরাডো কোম্পানির বাসটি লিমা থেকে ইকুয়েডর সীমান্তের তুম্বেসে যাচ্ছিল। পথে অর্গানোস শহরের কাছে অজ্ঞাত কারণে রাস্তার পাশে গভীর খাদে পড়ে যায়। এ সময় বাসে ৬০ জন যাত্রী ছিলেন। 

দুর্ঘটনার সময় বাস থেকে বেশ কয়েকজন যাত্রী ছিটকে পড়লেও বাসের ভেতরে আটকা পড়েন অনেকে। অজ্ঞাত সংখ্যক আহত যাত্রীকে পরে এল আল্টো এবং মানকোরার বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

কোরিয়ানকা ট্যুরস আগুইলা ডোরাডো কোম্পানির বাসটি লিমা থেকে ইকুয়েডর সীমান্তের তুম্বেসে যাচ্ছিল।কোরিয়ানকা ট্যুরস আগুইলা ডোরাডো কোম্পানির বাসটি লিমা থেকে ইকুয়েডর সীমান্তের তুম্বেসে যাচ্ছিল।

পেরুতে প্রায়ই মারাত্মক সড়ক দুর্ঘটনার খবর পাওয়া যায়। দেশে অনেক বিপজ্জনক বাঁকানো রাস্তা রয়েছে। অনেক চালক সঠিক প্রশিক্ষণ ছাড়াই ওইসব রাস্তায় গাড়ি চালান। ২০২১ সালে পেরুর আন্দিজ পর্বতমালায় একটি মহাসড়ক থেকে যাত্রী বহনকারী একটি বাস গভীর খাদে পড়ে গেলে ২৯ জন নিহত হয়েছিলেন।


img

নির্বাচনে অংশ নিচ্ছে ৩০ দল, মনোনয়নপত্র জমা পড়েছে ২৭৪১

প্রকাশিত :  ১৮:০৬, ৩০ নভেম্বর ২০২৩
সর্বশেষ আপডেট: ১৮:২৮, ৩০ নভেম্বর ২০২৩

 অত্যাসন্ন ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে তফশিল অনুযায়ী ৩০০ আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন মোট ২ হাজার ৭৪১ জন প্রার্থী। এই নির্বাচনে মোট ৩০টি রাজনৈতিক দল অংশ নিয়েছে। 

বৃহস্পতিবার রাতে নির্বাচন কমিশন (ইসি) সচিব মো. জাহাংগীর আলম যুগান্তরকে এ তথ্য নিশ্চিত করেছেন।

ভোটের ৫২ দিন আগে গত ১৫ নভেম্বর দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফশিল ঘোষণা করে নির্বাচন কমিশন (ইসি)। তফশিল অনুযায়ী, মনোনয়নপত্র জমার শেষ তারিখ ছিল ৩০ নভেম্বর। মনোনয়নপত্র যাচাই-বাছাই হবে ১ থেকে ৪ ডিসেম্বর। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ১৭ ডিসেম্বর। প্রতীক বরাদ্দ ১৮ ডিসেম্বর। ১৮ ডিসেম্বর থেকে ৫ জানুয়ারি পর্যন্ত ভোটের প্রচার চালাতে পারবেন প্রার্থীরা। ভোট হবে আগামী ৭ জানুয়ারি। 

তফশিল অনুযায়ী, আজই (৩০ নভেম্বর) ছিল মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন। 

রিটার্নিং অফিসে উপস্থিত হয়ে ২ হাজার ৭২০ জন প্রার্থী তাদের মনোনয়নপত্র জমা দিয়েছেন। আর ২১ জন প্রার্থী অনলাইনে মনোনয়নপত্র জমা দিয়েছেন, যা ২০১৮ সালের নির্বাচনের তুলনায় প্রায় অর্ধেক।২০১৮ সালে একাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে ইসি জানিয়েছিল, একাদশ জাতীয় সংসদ নির্বাচনে মোট ৩৯ জন প্রার্থী অনলাইনে মনোনয়নপত্র জমা দেন।

ইসি সূত্রে জানা গেছে, দ্বাদশ সংসদ নির্বাচনে মনোনয়নপত্র জমা দেওয়ার জন্য ৩৬৯ জন নিবন্ধন করলেও শেষ দিনে (বৃহস্পতিবার) বিকাল ৫টা পর্যন্ত অনলাইনে মনোনয়নপত্র জমা দিয়েছেন ২১ জন।