img

জনবল নিয়োগ করবে ডিপিডিসি

প্রকাশিত :  ১১:০৩, ৩০ এপ্রিল ২০২৪

জনবল নিয়োগ করবে ডিপিডিসি

জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে সরকারি প্রতিষ্ঠানে ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (ডিপিডিসি)। এক্সিকিউটিভ ডিরেক্টর (আইসিটি অ্যান্ড প্রকিউরমেন্ট) পদে চুক্তিভিত্তিতে কর্মকর্তা নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীদের অনলাইনে ফরম পূরণের মাধ্যমে আবেদন করতে হবে।

পদের নাম: এক্সিকিউটিভ ডিরেক্টর (আইসিটি অ্যান্ড প্রকিউরমেন্ট)

পদসংখ্যা: ১

যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে কম্পিউটার সায়েন্স/বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন/অর্থনীতি/গণিত/পরিসংখ্যান/পদার্থবিজ্ঞান/ফলিত পদার্থ বিজ্ঞান/বিজনেস স্টাডিজ বা এ ধরনের বিষয়ে স্নাতক অথবা ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক ডিগ্রি থাকতে হবে। শিক্ষাজীবনের কোনো স্তরে তৃতীয় বিভাগ/শ্রেণি গ্রহণযোগ্য নয়। সব স্তরে সিজিপিএ ৫–এর স্কেলে অন্তত ৪.০ এবং ৪–এর স্কেলে অন্তত ৩.০ থাকতে হবে। বড় কোনো সরকার বা বেসরকারি প্রতিষ্ঠানে সংশ্লিষ্ট ক্ষেত্রে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার (আইসিটি)/অ্যাসিস্ট্যান্ট প্রোগ্রামার/অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার বা উচ্চ পদে অন্তত ২০ বছরের চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। এর মধ্যে পাঁচ বছর সিনিয়র ম্যানেজারিয়াল পদে (চতুর্থ গ্রেডের সুপারিনটেনডেন্ট ইঞ্জিনিয়ার বা তদূর্ধ্ব পদ) চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। সংশ্লিষ্ট বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রিসহ সরকারি কোনো পাওয়ার/ইউটিলিটি প্রজেক্টে কাজের অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার দেওয়া হবে। টিপিএম, টিকিউএম, প্রিভেনটিভ মেইনটেন্যান্স ও করপোরেট গভর্ন্যান্সে ভালো জানাশোনা থাকতে হবে। কম্পিউটার ব্যবহারে পারদর্শী এবং বাংলা ও ইংরেজি ভাষায় সাবলীল হতে হবে।

বয়স: ১৯ মে ২০২৪ তারিখে সর্বোচ্চ ৬০ বছর

চাকরির ধরন: এক বছর প্রবেশনকালসহ তিন বছরের চুক্তিভিত্তিক। চুক্তির মেয়াদ ৬৫ বছর বয়স পর্যন্ত নবায়নযোগ্য।

মূল বেতন: মাসিক মূল বেতন ১,৪৯,০০০ টাকা।

সুযোগ–সুবিধা: মূল বেতনের ৫০ শতাংশ বাড়িভাড়া, প্রতিবছর দুটি উৎসব বোনাস, বৈশাখী ভাতা, প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, বিমা, ছুটি ভাতা, চিকিৎসাসুবিধা, সার্বক্ষণিক চালকসহ গাড়ির সুবিধা আছে।

আবেদন যেভাবে

আগ্রহী প্রার্থীদের ডিপিডিসির ওয়েবসাইটের লিংকে লগইন করে আবেদন করতে হবে। এ ক্ষেত্রে নির্দেশনা অনুযায়ী নির্ধারিত সাইজের ছবি, স্বাক্ষর এবং শিক্ষাগত যোগ্যতার সব সনদের স্ক্যানকপি সংযুক্ত করতে হবে। নিয়োগসংক্রান্ত বিস্তারিত তথ্য লিংকে পাওয়া যাবে।

আবেদন ফি

ওয়েবসাইটে দেওয়া নির্দেশনা মেনে আবেদন ফি বাবদ ৩,০০০ টাকা ডাচ্‌–বাংলা ব্যাংকের মোবাইল ব্যাংকিং সার্ভিস রকেট অথবা নগদের মাধ্যমে পরিশোধ করতে হবে।

আবেদনের শেষ সময়: ১৯ মে ২০২৪।

img

ইরানের প্রেসিডেন্টের মৃত্যুর খবরে বেড়েছে তেলের দাম

প্রকাশিত :  ১৩:১৩, ২০ মে ২০২৪
সর্বশেষ আপডেট: ১৩:২০, ২০ মে ২০২৪

ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি, পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আব্দুল্লাহিয়ান এবং অন্যান্য কর্মকর্তাদের মৃত্যুর বিষয়টি তেহরান নিশ্চিত করার পর সোমবার দেশটির উত্তর-পশ্চিমাঞ্চলীয় প্রদেশে বেড়েছে তেলের দাম।

আন্তর্জাতিক বেঞ্চমার্ক ব্রেন্ট ক্রুড অনুযায়ী, সোমবার সকালে প্রতি ব্যারেল তেল ৮৪.২৪ ডলারে বিক্রি হয়েছে। যা আগের সেশনে ছিল ব্যারেল প্রতি ৮৩.৯৮ ডলার। অর্থাৎ প্রতি ব্যারেলে দাম বেড়েছে ০.৩১% শতাংশ। 

অন্যদিকে আমেরিকান বেঞ্চমার্ক ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটও (ডব্লিউটিআই) একই সময়ে ব্যারেল প্রতি ৭৯.৮১ ডলারে লেনদেন করেছে। যা আগের সেশন ছিল ব্যারেল প্রতি ৭৯.৫৮ ডলার। অর্থাৎ আগের তুলনায় দাম বেড়েছে ০. ২৯ শতাংশ। 

ওপেকের সর্বশেষ প্রতিবেদন অনুযায়ী, ইরানে প্রতিদিন ৩০ লাখ ব্যারেলের বেশি তেল উৎপাদিত হয়।

রোববার ইরানের পূর্ব আজারবাইজান প্রদেশের জোলফা এলাকার কাছে হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়। হেলিকপ্টারে ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি, পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আব্দোল্লাহিয়ানসহ দেশটির কয়েকজন জ্যেষ্ঠ কর্মকর্তা ছিলেন। এ ঘটনায় ইরানের প্রেসিডেন্ট, পররাষ্ট্রমন্ত্রীসহ সব আরোহী নিহত হয়েছেন বলে আজ সোমবার নিশ্চিত হওয়া যায়।

রেড ক্রিসেন্ট প্রধান পীর হোসেইন কুলিভান্দ রাষ্ট্রীয় টেলিভিশনকে বলেন, ‘আমরা শহীদদের মরদেহ ইরানের উত্তর-পশ্চিমে তাবরিজে স্থানান্তর করার প্রক্রিয়ার মধ্যে রয়েছি। তল্লাশি অভিযান শেষ হয়েছে।’