img

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের জঙ্গল থেকে যুবকের মরদেহ উদ্ধার

প্রকাশিত :  ০৪:৪৬, ০৬ মে ২০২৪

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের জঙ্গল থেকে যুবকের মরদেহ উদ্ধার

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি)  জঙ্গল থেকে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (৬ মে) সকাল সাড়ে ৬টার দিকে জঙ্গলে তার মরদেহ ঝুলতে দেখলে বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা শাখাকে খবর দেন এলাকাবাসী। পরে নিরাপত্তা শাখা আশুলিয়া থানাকে জানালে মরদেহ উদ্ধার করে পুলিশ।

ওই যুবকের নাম জিসান আহমেদ (২১)। তিনি বিশ্ববিদ্যালয়ের আল বেরুনি হলের কর্মচারী নজরুল ইসলামের ছেলে। নজরুল ইসলামের বাড়ি শেরপুর সদর উপজেলার চর শাহাবদীতে। তারা বিশ্ববিদ্যালয়ের কলাবাগান সংলগ্ন এলাকায় থাকতেন।

আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) জিএম আসলাম উজ্জামান বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে এসে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করি। এটি আত্মহত্যা কি না তা নিশ্চিত না। তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটি আত্মহত্যা।

বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা কর্মকর্তা জেফরুল হাসান চৌধুরী সজল বলেন, গাছে মরদেহ ঝুলতে দেখে নিরাপত্তা শাখায় খবর দিলে আমরা আশুলিয়া থানা পুলিশকে জানাই। পরে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়। মরদেহ শনাক্ত করা গেছে। পরবর্তী বিষয়গুলো পুলিশ দেখবে।

এদিকে এলাকাবাসীর সঙ্গে কথা বলে জানা যায়, জিসান সম্প্রতি এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছে। সে বাড়িতে বেশ কিছু গরু পালন করতো। গতকাল তার মায়ের সঙ্গে মনোমালিন্যের জেরে ফাঁস দিতে পারে বলে এলাকাবাসীর ধারণা।

img

আখাউড়ায় আনারস প্রতীকের নির্বাচনী কার্যালয়ে আগুন

প্রকাশিত :  ০৭:২০, ১৯ মে ২০২৪

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলা পরিষদ নির্বাচনে এক চেয়ারম্যান প্রার্থীর নির্বাচনী কার্যালয়ে আগুন দেওয়ার অভিযোগ উঠেছে।

রোববার (১৯ মে) রাত পৌনে দুইটার দিকে উপজেলার দক্ষিণ ইউনিয়নের গাজীর বাজারে এ আগুন দেওয়ার ঘটনা ঘটে।

এ কার্যালয়টি চেয়ারম্যান প্রার্থী মো. মুরাদ হোসেন ভুঁইয়া আনারস প্রতীকের নির্বাচনী কার্যালয় হিসেবে ব্যবহার করেন।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, রাত পৌনে দুইটার দিকে গাজীর বাজারের পশ্চিম পাশে ইউনিয়ন আওয়ামী লীগের পুরাতন কার্যালয় বর্তমানে উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মুরাদ হোসেন ভুঁইয়া (আনারস) প্রতীকের নির্বাচনী কার্যালয়ে হঠাৎ আগুন দেখে বাজারে লোকজন ফায়ার সার্ভিসকে খবর দেয়। পরে ফায়ার সার্ভিসের লোকজন এসে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে নিবার্চনী অফিসের পোস্টার, ব্যানার, পাশের শামিয়ানা পুড়ে যায়।

চেয়ারম্যান প্রার্থী মুরাদ হোসেন ভুঁইয়া বলেন, প্রতিদ্বন্দ্বী প্রার্থী ঘোড়া প্রতীকের লোকজন নির্বাচনের শুরু থেকে বিভিন্নভাবে অপপ্রচার ও মিথ্যা প্রপাগান্ডা চালিয়ে নির্বাচনের পরিবেশ নষ্ট করার অপচেষ্টায় লিপ্ত। তাদের লোকজন আমার নির্বাচনী কার্যালয়ে আগুন দিয়েছেন।

এ ব্যাপারে অভিযুক্ত চেয়ারম্যান প্রার্থী মো. মনির হোসেন (ঘোড়া) প্রতীক। তিনি বলেন, সকালে ঘুম থেকে উঠে আমি শুনেছি। তবে আমার কাছে মনে হচ্ছে আমি ষড়যন্ত্রের শিকার।

আখাউড়া থানার ওসি মো. নুরে আলম জানান, আগুন লাগার ঘটনা আমরা শুনে তাৎক্ষণিক ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টি নিয়ে তদন্ত হচ্ছে। তবে এখনও কোনো অভিযোগ পাইনি।