img

ইন্দোনেশিয়ায় ভূমিধসে ১৯ জন নিহত

প্রকাশিত :  ০৪:৪১, ১৫ এপ্রিল ২০২৪
সর্বশেষ আপডেট: ০৬:১৫, ১৫ এপ্রিল ২০২৪

ইন্দোনেশিয়ায় ভূমিধসে ১৯ জন নিহত

ইন্দোনেশিয়ার দক্ষিণ সুলাওয়েসি দ্বীপের পাহাড়ি অঞ্চল তানা তোরাজা রিজেন্সিতে ভূমিধসে অন্তত ১৯ জনের মৃত্যু হয়েছে। নিখোঁজ রয়েছেন দুজন। 

স্থানীয় সময় শনিবার (১৩ এপ্রিল) রাতে এ ঘটনা ঘটে। 

স্থানীয় দুর্যোগ সংস্থার প্রধান সুলাইমান মালিয়া জানিয়েছেন, শনিবার সন্ধ্যায় দক্ষিণ সুলাওয়েসি প্রদেশের তানা তোরাজা রিজেন্সিতে দুটি ভূমিধস ও বিধ্বস্ত গ্রাম থেকে মরদেহ ও দুইজন জীবিত ব্যক্তিকে অন্যত্র সরিয়ে নেওয়া হয়েছে।

মালিয়া আন্তর্জাতিক একটি সংবাদ মাধ্যমকে বলেছেন, এখানে ১৯ জন নিহত হয়েছেন। আমরা এখনও অন্যান্য ক্ষতিগ্রস্তদের সন্ধান করছি। এখন পর্যন্ত দুই ব্যক্তি নিখোঁজ রয়েছে, সম্ভবত ভূমিধসের ধ্বংসস্তূপের নিচে চাপা পড়েছেন তারা।

মালিয়া বলেছেন, তানা তোরাজা এবং এর আশেপাশের এলাকাগুলো 'বিরামহীন ভারী বৃষ্টিপাতের কবলে পড়েছে, বিশেষ করে গত সপ্তাহে বৃষ্টি খুব কম সময়ই থামছে। ভারী বৃষ্টিপাত পাহাড়ের ঢালে অবস্থিত বসতির মাটি ক্ষয় করেছে, যার ফলে ভূমিধস হয়েছে, যা বাসিন্দাদের বাড়িঘর চাপা দিয়েছে।

বর্ষাকালে ইন্দোনেশিয়ায় ভূমিধসের প্রবণতা রয়েছে। কিছু জায়গায় বন উজাড়ের কারণে এ সমস্যা আরও বেড়েছে।

সূত্র : চ্যানেল নিউজ এশিয়া


img

চলতি সপ্তাহেই গ্রেফতার হতে পারেন নেতানিয়াহু

প্রকাশিত :  ১২:৩২, ৩০ এপ্রিল ২০২৪
সর্বশেষ আপডেট: ১৬:২৫, ৩০ এপ্রিল ২০২৪

গাজায় একের পর এক যুদ্ধাপরাধ ও মানবিকতাবিরোধী অপরাধের নির্দেশ দেওয়ার অভিযোগে ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে চলতি সপ্তাহেই গ্রেপ্তারি পরোয়ানা জারি করতে পারে নেদার‌ল্যান্ডসের হেগ শহরে অবস্থিত আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি)।

সোমবার (২৯ এপ্রিল) মার্কিন সংবাদমাধ্যম এনবিসির এক প্রতিবেদনে এই তথ্য দেয়া হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, গাজায় একের পর এক যুদ্ধাপরাধ ও মানবিকতাবিরোধী অপরাধের কারণে ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও তার মন্ত্রিপরিষদ। সেজন্য নেদার‌ল্যান্ডসের হেগ শহরে অবস্থিত আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি) নেতানিয়াহুসহ প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্ট এবং ইসরাইলের প্রতিরক্ষা বাহিনীর (আইডিএফ) জ্যেষ্ঠ কর্মকর্তাদের বিরুদ্ধে চলতি সপ্তাহেই গ্রেফতারি পরোয়ানা জারি করতে পারে। সম্ভাব্য সেই পরোয়ানা এড়াতে ইতোমধ্যে কূটনৈতিক চ্যানেলের মাধ্যমে ব্যাপক তৎপরতা শুরু করেছে দেশটির যুদ্ধকালীন মন্ত্রিসভা।

সূত্রটি আরো জানিয়েছে, এ প্রসঙ্গে আইসিসির সাথে যোগাযোগ করেছেন এনবিসির সাংবাদিকরা। জবাবে আন্তর্জাতিক অপরাধ আদালতের এক মুখপাত্র বলেছেন, ‘আমরা ফিলিস্তিন রাষ্ট্রের পরিস্থিতি নিয়ে একটি মুক্ত ও অবাধ তদন্ত পরিচালনা করছি। এই কাজের সুবিধার্থে যেকোনো পদক্ষেপ নিতে হতে পারে। কিন্তু বিষয়টি যেহেতু তদন্তাধীন বিষয়, তাই এ প্রসঙ্গে এখনই বিস্তারিত কিছু বলার সুযোগ নেই।’