img

ভাষানটেকে গ্যাস সিলিন্ডারের আগুনে দগ্ধ আরও একজনের মৃত্যু

প্রকাশিত :  ০৭:৫৭, ১৬ এপ্রিল ২০২৪
সর্বশেষ আপডেট: ০৮:০৯, ১৬ এপ্রিল ২০২৪

ভাষানটেকে গ্যাস সিলিন্ডারের আগুনে দগ্ধ আরও একজনের মৃত্যু

রাজধানীর ভাষানটেকে গ‍্যাস সিলিন্ডারের লিকেজ থেকে লাগা আগুনে দগ্ধ মো. লিটন (৫২) নামে আরও একজনের মৃত্যু হয়েছে। 

মঙ্গলবার (১৫ এপ্রিল) সকাল ৬টার দিকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় মারা যান লিটন। এ ঘটনায় দুই নারীসহ মোট তিনজনের মৃত্যু হলো। 

লিটনের বাড়ি কুমিল্লার লাকসাম থানার চান্দগাও গ্রামে। তিনি ওই এলাকার আলী নেওয়াজের ছেলে। 

শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা. তরিকুল ইসলাম জানান, মিরপুরের ভাষানটেক থেকে দগ্ধ অবস্থায় নারী শিশুসহ ছয়জনকে বার্ন ইউনিটের জরুরি বিভাগে নিয়ে আসা হয়েছিল। এদের মধ্যে লিটন চিকিৎসাধীন অবস্থায় আইসিইউতে আজ সকালে মারা যান। তার শরীরের ৬৭ শতাংশ দগ্ধ হয়েছিল।

তিনি বলেন, একই ঘটনায় লামিয়ার (৭) শরীর ৫৫ শতাংশ, লিজার (১৮) শরীর ৩০ শতাংশ ও সুজনের (৮) শরীর ৪৩ শতাংশ দগ্ধ হয়। তারা সবাই বার্ন ইউনিটে চিকিৎসাধীন আছেন। শরীরের বেশি অংশ পুড়ে যাওয়ায় তাদের সবার অবস্থা আশঙ্কাজনক বলেও জানান তিনি।

উল্লেখ্য, গত শুক্রবার (১২ এপ্রিল) ভোরের দিকে ভাষানটেকের ১৩ নম্বর কালবাট রোড এলাকায় কয়েল ধরতে গিয়ে গ্যাস সিলিন্ডারের লিকেজ থেকে আগুন ধরে যায়। পরে ভোর সোয়া ৫টার দিকে দগ্ধ অবস্থায় ছয়জনকে উদ্ধার করে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগে নিয়ে আসা হয়। 

পরে শনিবার (১৩ এপ্রিল) মেহেরুন্নেছা (৬৫) নামের দগ্ধ এক নারীর মৃত্যু হয়। রোববার (১৫ এপ্রিল) চিকিৎসাধীন অবস্থায় মারা যান সূর্য বানু (৩০) নামের আরেক নারী। 

img

রাজবাড়ীতে ট্রাক-কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষে চালক নিহত

প্রকাশিত :  ০৯:৩৭, ৩০ এপ্রিল ২০২৪

রাজবাড়ীতে ট্রাক ও কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে কাভার্ডভ্যানের চালক মো. আব্দুর রহিম (৩৫) নিহত হয়েছেন। 

মঙ্গলবার (৩০ এপ্রিল) ভোর সোয়া ৫টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের সদর উপজেলার বসন্তপুর ইউনিয়নে এ দুর্ঘটনা ঘটে।

নিহত চালক আব্দুর রহিম ঢাকার যাত্রাবাড়ী থানার দনিয়া ইউনিয়নের দোলাইরপাড় গ্রামের আব্দুর রহমানের ছেলে।

দুর্ঘটনায় আহত সারোয়ার হোসেন বলেন, আমরা ঢাকা থেকে কোম্পানির কাভার্ডভ্যানে ফ্যান নিয়ে ভোর ৪টায় ফরিদপুরে যাই। সেখানে একটি দোকানে ফ্যান ডেলিভারি দিয়ে ঢাকায় ফিরছিলাম। পথে মজলিশপুর আখ সেন্টারের সামনে এলে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক সামনে থাকা একটি পিকআপভ্যানকে ওভারটেক করতে গিয়ে আমাদের গাড়ির সামনে চলে আসে। এ সময় ট্রাকটির সঙ্গে আমাদের গাড়ির মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলেই চালক আব্দুর রহিম মারা যান।

আহলাদিপুর হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) জুয়েল শেখ জানান, নিহত চালকের মরদেহ উদ্ধার করে থানায় আনা হয়েছে। দুর্ঘটনাকবলিত ট্রাক ও কাভার্ডভ্যানটি মহাসড়কের পাশে রয়েছে। তবে ট্রাকচালক ও হেলপার পালিয়ে গেছেন। এ ব্যাপারে পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।