img

বিয়ে করলে সবাইকে জানিয়েই করব: সায়ন্তিকা

প্রকাশিত :  ০৫:২১, ১৯ মার্চ ২০২৪

বিয়ে করলে সবাইকে জানিয়েই করব: সায়ন্তিকা

বিয়ে নিয়ে প্রায় সময়েই আলোচনায় থাকেন কলকাতার অভিনেত্রী সায়ন্তিকা মুখার্জী। সম্প্রতি অভিনেতা জায়েদ খানের সঙ্গে তার নাম জুড়ে জল্পনা চলছে। এ নিয়ে অনেকটা বিরক্ত হয়ে সায়ন্তিকা। এবার বিয়ে নিয়ে মুখ খুললেন নিজেই। কবে বিয়ে করছেন তা নিয়ে সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজের পরিকল্পনা জানিয়েছেন অভিনেত্রী।

সায়ন্তিকা বলেন, নিজেকে একটু বিশ্রাম দিচ্ছেন তিনি। আর বিয়ে নিয়ে চিন্তা করার সময় নেই তার। 

তিনি আরও বলেন, আমি গত দুই বছরে পাত্র খোঁজার সময় পাইনি। তাই বিয়ে যদি করি, সবাইকে জানিয়ে করব। লুকোচুরিতে বিশ্বাসী নই। অনেকেই তো অনেক কিছু রটান।

জায়েদ খানকে বিয়ে করা নিয়ে বলেন, তার সঙ্গে আমার ভালো সম্পর্ক। একসঙ্গে কাজ করেছি। কিন্তু কিছু লোক এ সব খবর রটাচ্ছেন। আমি কান দিই না। বিয়ে করলে সবাই জানতে পারবেন।

অভিনেত্রী বলেন, আমি নিজের ওপর একটু সদয় হয়েছি। আসলে গত দুই বছর বিশ্রাম হয়নি সেভাবে। কলকাতা-বাঁকুড়া যাতায়াত করতাম। একটা সময় মনে হচ্ছিল, এই চার চাকার গাড়িতেই জীবন কেটে যাবে। এই দুই বছরে আমার শরীরের ওপর দিয়ে খুব ধকল গিয়েছে। তাই এখন একটু নিজের যত্ন নিচ্ছি। নিজের শরীর, স্বাস্থ্য ও ত্বকের যত্ন নিচ্ছি।

তিনি আরও বলেন, গত ২ বছর আমি রাজনীতিতে বেশি মনোযোগ দিয়েছিলাম। তাই সিনেমার দিকে কম সময় দেওয়া হচ্ছিল। আসলে, আমি তো রাজনীতি শিখে আসিনি। সবটা বুঝে নিতে সময় লাগছিল, আর কি! তাছাড়া, একটা লক্ষ্য নিয়েও এগোচ্ছিলাম। যার কারণে খাটাখাটুনি করেছি। 


img

পাকিস্তানে মুক্তি পেল ‘মোনা: জ্বীন-২’

প্রকাশিত :  ০৮:৩৭, ২৭ এপ্রিল ২০২৪

দেশের সীমানা পেরিয়ে এবার পাকিস্তানে মুক্তি পেল ‘মোনা: জ্বীন-২’। পাকিস্তানের লাহোর, করাচি, ইসলামাবাদসহ  বিভিন্ন প্রদেশের ২৪টি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে ছবিটি। সেখানকার ২৪টি প্রেক্ষাগৃহে প্রতিদিন ৮২টি শো চলবে।

সামাজিক মাধ্যমে তথ্যটি দিয়েছিল ছবিটির প্রযোজনা সংস্থা জাজ মাল্টিমিডিয়া। 

জাজের কর্ণধার আব্দুল আজিজ সংবাদমাধ্যমকে বলেন, ‘“এম আর নাইন” সিনেমাটির আমার প্রযোজক পার্টনার যুক্তরাষ্ট্রে থাকেন। উনিই পাকিস্তানে ছবিটির প্রদর্শনীর ব্যাপারে সহযোগিতা করেছেন। আজ শুক্রবার থেকে ইংরেজি সাবটাইটেলে ছবিটির প্রদর্শন হচ্ছে।’

আরও বলেন, ‘ছবিটির গল্প এমন, ওখানকার দর্শকের কাছে ভালো লাগবে। গত ঈদের আগে আগে সেন্সরের জন্য ওখানে ছবিটি পাঠিয়েছিলাম। যাঁদের মাধ্যমে আমি ছবিটি ওখানে পাঠিয়েছি, তাঁদের কাছ থেকে শুনেছি যে পাকিস্তানের সেন্সর বোর্ডের সদস্যরাও ছবিটি পছন্দ করেছেন। এ কারণেই মনে হচ্ছে ছবিটি পাকিস্তানের দর্শকের পছন্দ হয়ে যেতে পারে।’

ছবিটি নির্মাণ করেছেন কামরুজ্জামান রোমান। মোনা চরিত্রটি ১২ বছরের এক মেয়ের। নাম ভূমিকায় অভিনয় করেছেন সুপ্রভাত। আরও আছেন তারিক আনাম খান, আহমেদ রুবেল, দীপা খন্দকার, আরিয়ানা, সাজ্জাদ হোসেন, সামিনা বাসার, শেহজাদ ওমর, রেবেকা, মাহমুদুল হাসান মিঠু, শামীম প্রমুখ।