img

গাজায় নিহত আরও শতাধিক, প্রাণহানি বেড়ে ৩২৩৩৩

প্রকাশিত :  ০৪:৩৬, ২৬ মার্চ ২০২৪
সর্বশেষ আপডেট: ০৪:৪১, ২৬ মার্চ ২০২৪

গাজায় নিহত আরও শতাধিক, প্রাণহানি বেড়ে ৩২৩৩৩

গাজায় ইসরায়েলি হামলা থামছেই না। বর্বর হামলায় সেখানে আরও শতাধিক ফিলিস্তিনি নিহত হয়েছেন। এতে করে উপত্যকাটিতে নিহতের মোট সংখ্যা পৌঁছেছে ৩২ হাজার ৩৩৩ জনে।

সোমবার (২৫ মার্চ) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে চীনের রাষ্ট্রীয় বার্তাসংস্থা সিনহুয়া। এছাড়া গত অক্টোবর থেকে চলা এই হামলায় আহত হয়েছেন আরও ৭৪ হাজারের বেশি ফিলিস্তিনি। 

প্রতিবেদনে বলা হয়েছে, চলমান ইসরায়েলি আগ্রাসনে গাজা উপত্যকায় নিহত ফিলিস্তিনিদের সংখ্যা বেড়ে ৩২ হাজার ৩৩৩ জনে পৌঁছেছে বলে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় সোমবার এক প্রেস বিবৃতিতে জানিয়েছে।

এতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় ইসরায়েলি সেনাবাহিনী ১০৭ ফিলিস্তিনিকে হত্যা করেছে এবং বর্বর হামলায় আরও ১৭৬ জন আহত হয়েছেন।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুসারে, এতে করে গত বছরের ৭ অক্টোবর ইসরায়েলের আগ্রাসন শুরু হওয়ার পর থেকে মোট মৃতের সংখ্যা পৌঁছেছে ৩২ হাজার ৩৩৩ জনে। এছাড়া আহত হয়েছেন আরও ৭৪ হাজার ৬৯৪ জন মানুষ।

উল্লেখ্য, গত ৭ অক্টোবর হামাসের নজিরবিহীন আন্তঃসীমান্ত হামলার পর থেকে ইসরায়েল গাজা উপত্যকায় অবিরাম বিমান ও স্থল হামলা চালিয়ে যাচ্ছে। ইসরায়েলি এই হামলায় হাসপাতাল, স্কুল, শরণার্থী শিবির, মসজিদ, গির্জাসহ হাজার হাজার ভবন ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়ে গেছে।

এছাড়া ইসরায়েলি আগ্রাসনের কারণে প্রায় ২০ লাখেরও বেশি বাসিন্দা তাদের বাড়িঘর ছাড়তে বাধ্য হয়েছেন।

আরও পড়ুন : 

গাজায় একদিনে ৭২ ফিলিস্তিনি নিহত

গাজায় যুদ্ধবিরতির প্রস্তাব পাস, ভোট দেয়নি যুক্তরাষ্ট্র

ফের ত্রাণের অপেক্ষায় থাকা ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলি হামলা, নিহত ১৯

মূলত ইসরায়েলি আক্রমণ গাজাকে ধ্বংসস্তূপে পরিণত করেছে। জাতিসংঘের মতে, ইসরায়েলের বর্বর আক্রমণের কারণে গাজার প্রায় ৮৫ শতাংশ ফিলিস্তিনি বাস্তুচ্যুত হয়েছেন। আর খাদ্য, বিশুদ্ধ পানি এবং ওষুধের তীব্র সংকটের মধ্যে গাজার সকলেই এখন খাদ্য নিরাপত্তাহীন অবস্থার মধ্যে রয়েছেন।

এছাড়া অবরুদ্ধ এই ভূখণ্ডের ৬০ শতাংশ অবকাঠামো ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়ে গেছে। হাজার হাজার মানুষ কোনও ধরনের আশ্রয় ছাড়াই বসবাস করছে এবং প্রয়োজনের তুলনায় খুবই কম ত্রাণবাহী ট্রাক এই অঞ্চলে প্রবেশ করছে।

এমন অবস্থায় দীর্ঘ টানাপোড়েনের পর অবশেষে গাজা উপত্যকায় জরুরিভিত্তিতে যুদ্ধবিরতির প্রস্তাব পাস হয়েছে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে। পাস হওয়া এই প্রস্তাবটিতে গাজায় যুদ্ধবিরতির পাশাপাশি উপত্যকার নিয়ন্ত্রণকারী গোষ্ঠী হামাসের হাতে আটক থাকা বন্দিদের দ্রুত ও নিঃশর্ত মুক্তির ব্যাপারটিরও উল্লেখ রয়েছে।

সোমবার জাতিসংঘের সর্বোচ্চ ক্ষমতাধর এই সংস্থার বৈঠকে প্রস্তাবটি ভোটের জন্য তোলার পর পরিষদের সব সদস্য প্রস্তাবের পক্ষে ভোট দিলেও যুক্তরাষ্ট্র ভোটদানে বিরত ছিল। তবে প্রস্তাবটির বিপক্ষে কোনো যুক্তি উপস্থাপন বা ভেটো ক্ষমতারও প্রয়োগ করেনি পরাশক্তি এই দেশটি।

img

গুলিতে প্রাণ গেল ইরাকের জনপ্রিয় টিকটকারের

প্রকাশিত :  ০৭:০৮, ২৭ এপ্রিল ২০২৪
সর্বশেষ আপডেট: ০৭:০৯, ২৭ এপ্রিল ২০২৪

ইরাকের জনপ্রিয় টিকটক তারকা ওম ফাহাদকে বাগদাদে গুলি করে হত্যা করা হয়েছে। 

শুক্রবার রাজধানীর পূর্ব জায়েন এলাকায় বাড়ির বাইরে এ হামলার ঘটনা ঘটে। স্থানীয় গণমাধ্যমের বরাত দিয়ে এ তথ্য জানায় বিবিসি। 

ইরাকের স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে নিশ্চিত করেছে যে, সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে পরিচিত একজন নারী অজানা আততায়ীর গুলিতে নিহত হয়েছেন। তার মৃত্যুর তদন্ত করে একটি বিশেষ দল গঠন করা হয়েছে।

ফাহাদ (যার আসল নাম গুফরান সাওয়াদি) তার গাড়িতে ছিলেন। এই সময় মোটরসাইকেলে চড়ে আসা এক ব্যক্তি তাকে লক্ষ্য করে গুলি করে। একটি ইরাকি নিরাপত্তা সূত্র এএফপি নিউজ এজেন্সিকে জানিয়েছে যে, হামলাকারী খাবার সরবরাহ করার অভিনয় করেছিল।

এদিকে মার্কিন মালিকানাধীন আল হুরা বার্তা সংস্থা জানিয়েছে, হামলায় আরেক নারী আহত হয়েছেন। ফাহাদ টিকটকে পপ মিউজিকের সাথে নাচের ভিডিও শেয়ার করার পরিচিত ছিলেন।

'শালীনতা এবং জনসাধারণের নৈতিকতা' ক্ষুণ্ন করে এমন ভিডিও শেয়ার করার জন্য গত বছর তাকে ছয় মাসের কারাদণ্ড দিয়েছিলে ইরাকের আদালত

আন্তর্জাতিক এর আরও খবর