img

রয়্যাল টাইগার্স স্পোর্টস ক্লাবের স্পন্সরদের সম্মাননা প্রদান ও ইফতার মাহফিল

প্রকাশিত :  ১৩:০৪, ২৮ মার্চ ২০২৪
সর্বশেষ আপডেট: ১৩:৩৮, ২৮ মার্চ ২০২৪

রয়্যাল টাইগার্স স্পোর্টস ক্লাবের স্পন্সরদের সম্মাননা প্রদান ও ইফতার মাহফিল

রয়্যাল টাইগার্স স্পোর্টস ক্লাব এর উদ্যোগে ২৬শে মার্চ মঙ্গলবার রোমফোর্ড রোডের আয়ান রেস্টুরেন্টে ইফতার মাহফিল ও ক্লাব এর স্পন্সরদের সম্মাননা প্রদান করা হয়। 

ক্লাব সভাপতি পাবেল আহমেদ চৌধুরীর সভাপতিত্বে এবং এখলাসুর রহমান পাক্কু’র সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন ব্রিটিশ বাংলাদেশ চেম্বার অফ কমার্সের ডাইরেক্টর শাহগীর বখত ফারুক, টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের সাবেক ডেপুটি মেয়র ওয়াহিদ আহমেদ, বাংলাদেশ জাতীয় দলের সাবেক ক্রিকেটার এনামুল হক জুনিয়র, ওয়েস্টগেট সলিসিটর এর সুহেল উদ্দিন সেবুল আহমেদ, এইচ প্রপার্টি ফাইন্ডার এর সুয়েব মুনিম আয়ান রেস্টুরেন্ট এর স্বত্বাধিকারী আব্দুস শহীদ, ক্লাব এর সহ—সভাপতি হাসান আবদুল্লাহ। 


অনুষ্ঠান এর মূল আকর্ষণ এইচ প্রোপার্টির ফাইন্ডার এর ডাইরেক্টর শুয়েব মুনিমকে ক্রেস্ট প্রদান করেন ক্লাব ম্যানেজার আজহারুল ইসলাম আদনান, এসিসট্যান্ট ম্যানেজার সালমান। আয়ান রেষ্টুরেন্টের স্বত্বাধিকারী আব্দুস শহীদকে ক্রেষ্ট প্রদান করেন মোসায়েকুর রহমান, তানেল মিয়া। ওয়েস্ট গেইট সলিসিটর এর ডাইরেক্টর সুহেল উদ্দিনকে ক্রেস্ট পদান করেন ক্লাবের সহ—সভাপতি হাসান আবদুল্লাহ, মোহাম্মদ জামিল সহ ক্লাব এর অন্যান্য কর্মকর্তাবৃন্দ। 

ক্লাব সভাপতি পাবেল আহমেদ চৌধুরী তাঁর সমাপনী বক্তব্যে ক্লাবের প্লেয়ার্স, মেম্বারস এবং আগত অতিথিদের ধন্যবাদ জানান এবং রয়্যাল টাইগার্স স্পোর্টস ক্লাবকে সাহায্য সহযোগিতা করার জন্য কমিউনিটির বিত্তবানদের প্রতি অনুরোধ করেন। — সংবাদ বিজ্ঞপ্তি


কমিউনিটি এর আরও খবর

img

বাংলাদেশি কর্মীদের ভিসা সহজ করার জন্য যুক্তরাজ্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন প্রবাসী প্রতিমন্ত্রী

প্রকাশিত :  ১৩:২২, ২৬ এপ্রিল ২০২৪

জনমত ডেস্ক: বাংলাদেশ সরকারের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী এমপি যুক্তরাজ্যের হসপিটালিটি এবং ক্যাটারিং খাতে কাজ করতে চাওয়া বাংলাদেশি রেস্তোরাঁ কর্মীদের জন্য ভিসার শর্ত সহজ করার জন্য যুক্তরাজ্য সরকারকে আহ্বান জানিয়েছেন।

২৫ এপ্রিল বৃহস্পতিবার যুক্তরাজ্যের বাংলাদেশ বিষয়ক অল-পার্টি পার্লামেন্টারি গ্রুপ (এপিপিজি) আয়োজিত বাংলাদেশ বিষয়ক হাই প্রোফাইল সংলাপে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। বাংলাদেশ হাই কমিশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এপিপিজি অন বাংলাদেশ চেয়ার রুশনারা আলী এমপির সভাপতিত্ব এ সংলাপে যুক্তরাজ্যে বাংলাদেশের হাইকমিশনার সাইদা মুনা তাসনিম, বব ব্ল্যাকম্যান এমপি এবং এপিপিজির ভাইস-চেয়ার লর্ড করণ বিলিমোরিয়া বক্তব্য রাখেন। 

প্রতিমন্ত্রী বলেন,  \"বাংলাদেশকে একটি উন্নত, সমৃদ্ধ ও স্মার্ট বাংলাদেশ পরিণত করার লক্ষ্যে মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার দূরদর্শী নেতৃত্বের পাশাপাশি যুক্তরাজ্যে বসবাসকারী বাংলাদেশিসহ সারা বিশ্বে বসবাসরত বাংলাদেশিদের চলমান মঙ্গল এবং কল্যাণ প্রচেষ্টার ভূয়সী প্রশংসা করেন।\"

তিনি আরও বলেন, \"বাংলাদেশের প্রধানমন্ত্রী  শেখ হাসিনা সরকারের প্রগতিশীল পররাষ্ট্রনীতির ফলে বিগত ১৫ বছরে বাংলাদেশ ও যুক্তরাজ্যের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক নতুন উচ্চতায় পৌঁছেছে।\" তিনি উল্লেখ করেন যে, \"বাংলাদেশ-যুক্তরাজ্যের দীর্ঘস্থায়ী ঐতিহাসিক সম্পর্ক আরও বিস্তৃত ও গভীর করার এখনও অনেক ক্ষেত্র অন্বেষণের সুযোগ রয়েছে।\"

তিনি বিশেষভাবে উল্লেখ করেছেন যে, \"যুক্তরাজ্যের বিভিন্ন শহরের বাংলাদেশী রেস্তোরাঁগুলি বর্তমানে সুদক্ষ কর্মীদের অভাবের সম্মুখীন হচ্ছে। যুক্তরাজ্য সরকার ন্যূনতম বার্ষিক বেতন  ৩৮০০ পাউন্ডে উন্নীত করায়, অনেক রেস্তোরাঁর মালিকদের পক্ষেই এই পরিমাণ বেতন দিয়ে কর্মি রাখা প্রায় অসম্ভব।\"


প্রতিমন্ত্রী শফিকুর রহমান হসপিটালিটি সেক্টরে কর্মরত ব্যক্তিদের ন্যূনতম বার্ষিক বেতনের শর্ত শিথিল করতে যুক্তরাজ্য সরকারের প্রতি আহ্বান জানান। 

তিনি আরও বলেন, \"বাংলাদেশ দক্ষ নির্মাণ শ্রমিক এবং খামার শ্রমিক দিতে পারে যারা যুক্তরাজ্যে মৌসুমী শ্রমিক হিসেবে কাজ করতে পারবে। বাংলাদেশ ও যুক্তরাজ্য সরকার একযোগে বাংলাদেশী দক্ষ শ্রমিকদের জন্য রেস্তোরাঁ কর্মী, চিকিৎসক ও নার্সসহ আরও কাজের সুযোগ সৃষ্টি করবে বলে প্রতিমন্ত্রী আশা প্রকাশ করেন।\"

হাইকমিশনার সাইদা মুনা তাসনিম বলেছেন, \"বাংলাদেশ হাইকমিশন যুক্তরাজ্যে দক্ষ বাংলাদেশি কর্মীদের জন্য আরও কাজের সুযোগ সৃষ্টির জন্য কাজ করছে।\"

তিনি উল্লেখ করেন যে, \"গত কয়েক বছরে বাংলাদেশ থেকে অনেক কেয়ারগিভার যুক্তরাজ্যে নিয়োগ করা হয়েছে। উপরন্তু, বাংলাদেশ থেকে মৌসুমী খামার শ্রমিকদের নিয়োগও শুরু হয়েছে।\'

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন রুশনারা আলী এমপি। অনুষ্ঠানে যুক্তরাজ্যের উচ্চপদস্থ সংসদীয় কর্মকর্তা এবং ব্রিটিশ-বাংলাদেশী কমিউনিটির বিশিষ্ট জনরা উপস্থিত ছিলেন। 

এর আগে ব্রিটিশ বাংলাদেশি চেম্বার অব কমার্স আয়োজিত এক অনুষ্ঠানে যোগ দেন প্রতিমন্ত্রী।

একই দিনে মন্ত্রী শফিকুর পূর্ব লন্ডনে ইউকে ব্রিটিশ বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (বিবিসিসিআই) আয়োজিত একটি ব্যবসায়িক সভায়ও যোগ দেন।

কমিউনিটি এর আরও খবর