img

ব্রিটেনে ৪০ লাখ স্মার্ট মিটার থেকে আসছে গ্যাস-বিদ্যুতের ভুতুড়ে বিল!

প্রকাশিত :  ১০:১৬, ০১ এপ্রিল ২০২৪

ব্রিটেনে ৪০ লাখ স্মার্ট মিটার থেকে আসছে গ্যাস-বিদ্যুতের ভুতুড়ে বিল!

ইংল্যান্ড, ওয়েলস এবং স্কটল্যান্ডের প্রায় ৪০ লাখ মিটার কাজ করছে না সঠিকভাবে। নির্ভুল বিল পাঠানোর কথা স্মার্ট মিটারের, কিন্তু এর পরিবর্তে আনুমানিক বিল পাঠাচ্ছে এসব মিটার।

স্মার্ট মিটার যদি ঠিকভাবে কাজ না করে তাহলে এর প্রভাব পড়ে গ্রাহকের পকেটে। অর্থাৎ কেউ বেশী বিল দিতে পারেন, আর কেউ কম বিল দিতে পারেন। 

কেবল বাসাবাড়িতে নয়, ব্যবসা প্রতিষ্ঠানেও একই সমস্যা হচ্ছে। সাউথহ্যাম্পটনে একটি স্পোর্ট বার পরিচালনা করেন লিওন। কিন্তু দুই বছর আগে এই ব্যবসা খোলার পর থেকে তাঁর মিটার থেকে ব্যবহারের চেয়ে বেশী মিটার রিডিং যাচ্ছে সরবরাহকারী প্রতিষ্ঠানে। আড়াই শ হাজার পাউন্ডের বিদ্যুৎ বিল এসেছে, যা এই কোম্পানি ব্যবহারই করেনি।

জানা গেছে, ২০২০ সালে লীওনের স্মার্ট মিটার যখন লাগানো হয় তখন এই স্থানে যে ব্যবসা প্রতিষ্ঠান ছিল সেখানে অনেক বেশী বিদ্যুতের ব্যবহার হতো। তবে নতুন করে সেটিংস ঠিক করার পর এখন সঠিক হিসাবে বিল আসছে।

ভোক্তা অধিকার নিয়ে যেসব চ্যারিটি কাজ করে তাঁরা জালানি সরবরাহকারী প্রতিষ্ঠানের সাথে নিয়মিত যোগাযোগ করার পরামর্শ দিচ্ছে।

ডিপার্টমেন্ট ফর এনার্জি বলেছে, অধিকাংশ স্মার্ট এনার্জি সঠিকভাবে কাজ করছে। তবে কিছু সংখ্যক সরবরাহকারী প্রতিষ্ঠানের পক্ষ থেকে ভুল বিল আসার খবর জানার পর বোঝা যাচ্ছে, ক্রমবর্ধমান সংখ্যক স্মার্ট মিটার সঠিকভাবে কাজ করছে না।

জালানি বিষয়ক নিয়ন্ত্রক সংস্থা অফজেম এবং ট্রেইড এসোসিয়েশন ইউকে এনার্জি উভয়ে এখন বলছে, এনারজি সরবরাহকারী প্রতিষ্ঠানগুলকেই এখন দ্রুত এই ভুল বিলের সমস্যার দিকে নজর দিতে হবে এবং তা সমাধান করতে হবে। সূত্র: বিবিসি


img

আজ থেকে জনসমক্ষে দায়িত্বে ফিরছেন রাজা চার্লস

প্রকাশিত :  ১০:২৭, ৩০ এপ্রিল ২০২৪

ক্যান্সার ধরা পড়ার পর, ব্রিটেনের রাজা চার্লস সকল পাবলিক দায়িত্ব থেকে বিরত থাকেন। চিকিৎসা শেষে আজ থেকে জনসমক্ষে দায়িত্বে ফিরছেন তিনি।  এই সুখবর দিয়েছে বাকিংহাম প্যালেস।

আজ দায়িত্বের শুরুতেই তিনি রানী ক্যামেলিয়াকে সঙ্গে নিয়ে একটি ক্যানসার চিকিৎসাকেন্দ্র পরিদর্শনে যাওয়ার কথা রয়েছে। সেখানে তিনি ক্যানসার চিকিৎসক ও আক্রান্ত রোগীদের সঙ্গে কথা বলবেন। এছাড়া তার গ্রীষ্মকালীন পরিকল্পনার মধ্যে একটি রাষ্ট্রীয় সফরও রয়েছে। যেখানে তিনি জাপানের সম্রাটের সঙ্গে দেখা করবেন। 

গত মাসে একটি বর্ধিত প্রস্টেটের চিকিত্সা করার সময় ক্যানসার শনাক্ত হওয়ার পর জনসমক্ষে দায়িত্ব পালন থেকে বিরত ছিলেন তিনি। সম্পূর্ণ সুস্থ না হলেও এখন পর্যন্ত যে অগ্রগতি হয়েছে তাতে ডাক্তাররা যথেষ্ট সন্তুষ্ট। তবে তার ক্যানসারের চিকিত্সা কতদিন স্থায়ী হবে এ বিষয়ে যদিও পরিষ্কার করে কিছু বলেনি ডাক্তাররা। তবে আশা করছেন তিনি সুস্থ হয়ে উঠবেন।

রানী দ্বিতীয় এলিজাবেথের মৃত্যুর পর ২০২২ সালের সেপ্টেম্বরে ব্রিটেনের রাজা হিসেবে অভিষেক ঘটে চার্লসের। তারপর ক্যানসার ধরা পড়েছিল গত ফেব্রুয়ারিতে সে সময় বাকিংহাম প্রাসাদের বিবৃতিতে বলা হয়েছিল, চিকিৎসায় সেরে ওঠার ব্যাপারে সম্পূর্ণ আস্থা রয়েছে ৭৫ বছর বয়সী রাজা চার্লসের। যত দ্রুত সম্ভব আবার স্বাভাবিক দায়িত্ব পালনে ফিরবেন বলেও আশাবাদী তিনি।

গত জানুয়ারিতে রাজা চার্লস তিন রাত হাসপাতালে কাটিয়েছেন। সেখানে তার প্রোস্টেটের চিকিৎসা হয়। হাসপাতালে চিকিৎসাকালে তার শারীরিক অবস্থা নিয়ে অন্য একটি বিষয়ে উদ্বেগ দেখা দেয় বলে বাকিংহাম প্যালেস জানিয়েছিল। তবে তার কোন ধরনের ক্যানসার হয়েছে, সে বিষয়ে কিছু জানায়নি তারা।